ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সৌদিতে চাঁদ দেখা গেছে, ছবি: সংগৃহীত

সৌদি আরবে শনিবার (২৪ জুন) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য রোববার (২৫ জুন) দেশটিসহ মধ্যপ্রাচ্য ও তাদের অনুসারী অঞ্চলগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 

রমজান মাস শেষে শনিবার নতুন চাঁদ দেখা যাওয়ার সন্ধ্যায় বৈঠক করে এ সিদ্ধান্ত জানায় সৌদি সরকারের সংশ্লিষ্ট কমিটি।

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ আরও কয়েকটি দেশের সংবাদমাধ্যম রোববার ঈদ উদযাপনে সরকারের ঘোষণার কথা জানাচ্ছে।

রোববার সন্ধ্যায় বাংলাদেশসহ উপমহাদেশেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (২৬ জুন) ঈদুল ফিতর উদযাপন হবে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ