ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে চায়ের দোকানে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
দিল্লিতে চায়ের দোকানে বিস্ফোরণ, নিহত ৫ বিস্ফোরণের শিকার দোকান- ছবি- সংগৃহীত

দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওকলায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

সোমবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ১০টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাত ৯টা ৫৬ মিনিটের দিকে একটি ফোনকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর জানানো হয়।

সঙ্গে সঙ্গে চারটি ইউনিট রওনা দেয়। প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের সব পুড়ে ছাই হয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন দুই ফায়ারকর্মী।  

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ