ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আট স্ত্রীসহ ভারতে কুয়েতের আমির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
আট স্ত্রীসহ ভারতে কুয়েতের আমির কুয়েতের আমির শেখ সাবাহ, (ফাইল ছবি)

চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল সাবাহ।

ইতোমধ্যে তিনি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, কর্তৃপক্ষ থেকে গঠন করা হয়েছে ২০ সদস্যের মেডিকেল টিম।

তবে কী রোগের জন্য তিনি চিকিৎসা নিচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে আরও আগে তার আসার কথা ছিল, ঈদের কারণে পিছিয়ে যায়।

৮৮ বছর বয়সী আমিরের সঙ্গে এসেছেন তার আট স্ত্রী এবং পরিবারের ২৮ জন সদস্য। তারা নয় কিলোমিটার দূরের গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল রিসর্টে উঠেছেন; চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। যাতায়াত করছেন হেলিকপ্টারে করে।

এর আগে তারা ব্যক্তিগত উড়োজাহাজে দিল্লিতে নামেন।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশ কুয়েত। ভূমধ্যসাগরে সৌদি আরব, ইরাক ও ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে দেশটি। ১৭৫০ সাল থেকে সেখানে শাসন করে আসছে আল-সাবাহ রাজবংশ।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ