ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কের হাসপাতালে গুলিতে আহত ৩, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
নিউইয়র্কের হাসপাতালে গুলিতে আহত ৩, হামলাকারী নিহত নিউইয়র্কের হাসপাতালে গুলি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স-লেবানন হাসপাতালে নির্বিচারে গুলি ছুড়েছে এক বন্দুকধারী। এতে অন্তত তিনজন বিদ্ধ হয়েছে। নিহত হয়েছে হামলকারীও।

শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে চিকিৎসকের পোশাক পরে হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে এ হামলা চালানো হয়।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম অন্তত ৩ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর দিলেও কিছু কিছু সংবাদমাধ্যম বেশ কিছু হতাহত হওয়ার খবর দিচ্ছে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থল থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে মারা গেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ