ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্যুরিস্ট বাস পুড়ে ছাই জার্মানিতে, ১৭ আরোহী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ট্যুরিস্ট বাস পুড়ে ছাই জার্মানিতে, ১৭ আরোহী নিখোঁজ দুর্ঘটনাগ্রস্ত ট্যুরিস্ট বাসটি; ছবি-সংগৃহীত

ঢাকা: জার্মানিতে লরির সঙ্গে ধাক্কা খেয়ে পুড়ে ছাই হয়েছে একটি ট্যুরিস্ট বাস। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৩১ জন আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া খোঁজ পাওয়া যাচ্ছে না ওই বাসের আরও ১৭ আরোহীর। উদ্ধারকৃত আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জার্মানির দক্ষিণাঞ্চলের নর্থ ব্যাভেরিয়ার এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পর্যটকবাহী বাসটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন আরোহী এবং দুইজন চালক ছিলেন। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার পরপরই মহাসড়কটিতে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের হেলিকপ্টারে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কেউ কেউ মারা যেতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ