ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১১ বিলিয়ন ডলারে ইরানকে ভারতের ‘অতি ভালো’ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
১১ বিলিয়ন ডলারে ইরানকে ভারতের ‘অতি ভালো’ প্রস্তাব ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণের জন্যে ১১ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ‘অতি ভালো’ প্রস্তাব দিয়েছে ভারতীয় বহুজাতিক দুই কোম্পানি। 

সোমবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

খবরে বলা হয়েছে, ভারতের ওএনজিসি বিদেশ লিমিটেড ইরানের ফারজাদ-বি গ্যাস ফিল্ডে বিনিয়োগ করতে ৬ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

 
  
তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়ে  বিনিয়োগকারী এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নরেন্দ্র কুমার ভার্মা বলেন, গ্যাস ক্ষেত্রটির উন্নয়ন ও লিক্যুইড গ্যাস রফতানির সুবিধা সৃষ্টি তরতে এ অর্থ ব্যয় করা হবে।  

তিনি বলেন, আমরা আমাদের সবচেয়ে ভালো প্রস্তাবটিই ইরানকে দিয়েছি। এখন এটা মানা না মানা তাদের বিষয়। বিষয়টি অতি পরিষ্কারভাবে ইরানীয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।  

তবে এ বিষয়ে এখনও ইরান সরকারের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ও দেশটির জাতীয় তেল কোম্পানি কোনো মন্তব্য করেনি।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ