ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের ‘জলসীমায়’ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
জাপানের ‘জলসীমায়’ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া উড়ছে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র

আবারও একটি ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কোরীয় উপদ্বীপ ঘেঁষে সাগরে ছোড়া হয়েছে। আরও আগ বাড়িয়ে জাপান বলছে, ক্ষেপণাস্ত্রটি তাদের জলসীমায় পড়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উত্তর কোরিয়ার উত্তর পিয়ংয়ান প্রদেশে থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র অভিলাস যুক্তরাষ্ট্রের ‘সহ্যসীমা ছাড়িয়ে গেছে’ বলে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলো।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি উড়ে এসে কোরীয় উপদ্বীপের জলসীমায় পড়েছে।

আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি জাপানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল বিস্তৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড)  পড়ে থাকতে পারে। যদি তা হয়, তবে এটা কোনো রাষ্ট্রের জলসীমার সার্বভৌমত্বের প্রতি হুমকি।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীন ও জাপানের নেতাদের সঙ্গে আলাপে আঞ্চলিক এ উত্তেজনা থামাতে তাদের ভূমিকা কামনা করেন। এসময় পিয়ংইয়ংয়ের এ ধরনের ‘উচ্চাবিলাসী’ কর্মসূচিরও কড়া সমালোচনা করেন তিনি।  

আর সহ্য করা যাচ্ছে না বলে ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার পরই পিয়ংইয়ং ওয়াশিংটনের মিত্রদের পাশ ঘেঁষে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করলো।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ