ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন কর সহজে ২২ রাজ্যের চেকপোস্ট সরালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
নতুন কর সহজে ২২ রাজ্যের চেকপোস্ট সরালো ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন কর ব্যবস্থাকে ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে আরও সহজলভ্য করতে ভারতের ২২ রাজ্যের সীমান্ত থেকে চেকপোস্ট সরিয়ে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। চেকপোস্ট সরিয়ে নেওয়া রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, কেরালা, কর্ণাটক এবং তামিল নাড়ু উল্লেখযোগ্য।

মঙ্গলবার (০৪ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।  

আলাদা আলাদা করারোপ পদ্ধতি সংস্কার করে চলতি বছরের ১ জুলাই থেকে দেশটিতে একই ধরনের কর ব্যবস্থা চালু করা হয়।

নতুন এ কর ব্যবস্থাকে বলা হচ্ছে জিএসটি।  

জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স হচ্ছে পণ্য ও পরিষেবা কর। এক ডজনেরও বেশি কর প্রত্যাহার করে সেগুলোর স্থলে একই ধরনের এই পরোক্ষ কর প্রথা চালু করা হয়েছে।  

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যেসব পণ্য ও পরিষেবা ব্যবহার করা হয়, তার প্রায় সব কিছুরই দাম নির্ধারণ করবে জিএসটি।  

জানা গেছে, ২২ টি অঙ্গরাজ্যে চেকপোস্ট সরিয়ে নেয়ার পর আসামসহ আরও আটটি প্রদেশে একই ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার দেশটির উচ্চ পর্যায়ের কর্মকতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বর্তমানে সীমান্ত চেকপোস্টে নির্ধারিত স্থানে পণ্য পরিবহনে অনুমোদন পেতে মালবাহী ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে সময়ের যেমন অপচয় হয় তেমনি নেতিবাচক প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতেও।  

এদিকে মন্ত্রিপরিষদ সচিবের বৈঠকে জিএসটি বাস্তবায়নের পাশাপাশি বাজার পর্যবেক্ষণের কথা উঠে এসেছে।  এ কর ব্যবস্থার প্রভাবে যাতে নিত্য পণ্যের দাম না বাড়ে সে বিষয়টিও গুরুত্বে সঙ্গে দেখতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
জিওয়াই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ