ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হেলমেট ছাড়া পেট্রোল নয়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
হেলমেট ছাড়া পেট্রোল নয়! মোটরসাইকেল ‍যাত্রীদের জন্য এ ধরনের সর্তকবার্তা দেওয়া হচ্ছে- সংগৃহীত

মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরের রাজ্য হরিয়ানার সিরসা থানা পুলিশ। 

উদ্যোগের অংশ হিসেবে পুলিশ বিভাগ থেকে পেট্রোল পাম্পগুলোতে দেওয়া চিঠিতে বলা হয়েছে, হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালককে যেন পেট্রোল সরবরাহ না করা হয়।

সচেতনতার অংশ হিসেবে শহরজুড়ে এ সংক্রান্ত বিলবোর্ড টানানোর জন্যও কর্তৃপক্ষকে বলা হয়েছে।

 

এ বিষয়ে ট্রাফিক বিভাগের স্টেশন হাউজ অফিসার (এসএইচও) অনিল কুমার সুধি বলেন, মোটরসাইকেল আরোহীদের চলাচলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো তেল। এটি ছাড়া তারা কোথাও যেতে পারবেন না। আর এ যানে চলাচলে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হেলমেট।

ট্রাফিক আইন না মানার কারণে প্রতি বছর সড়কে বহু মানুষের প্রাণহানি হয় উল্লেখ করে তিনি বলেন, মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে অামি পর্যবেক্ষণ করেছি, এখানকার যুবকরা হেলমেট ব্যবহার করছে না।

‘এ বিষয়ে বিশেষ অভিযান চালিয়ে আইন ভঙ্গকারীদের পাকড়াও করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’।

সিরসা ট্রাফিক পুলিশের এক তথ্যে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সাড়ে চারশ’ মানুষের মৃত্যু হয়েছে, মারাত্মক আহক হয়েছেন সহস্রাধিক। যার অধিকাংশই চালক হেলমেট না ব্যবহার করায়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ