ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উ.কোরিয়ার মহড়া নিয়ে যুক্তরাষ্ট্র-দ.কোরিয়ার পাল্টা জবাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
উ.কোরিয়ার মহড়া নিয়ে যুক্তরাষ্ট্র-দ.কোরিয়ার পাল্টা জবাব ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে দেশটির দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে বুধবার (৫ জুলাই) এ মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

এর আগে মঙ্গলবার (৪ জুলাই) পিয়ংইয়ং জানায়, কিম জং উনের তত্ত্ববধানে প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল উক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আর এ ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, হসং-১৪ নামের মিসাইলটি ৩৯ মিনিট উড্ডয়নের পর ২ হাজার ৮০২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়।  

তাদের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাঁতভাঙ্গা জবাব দিতেই বুধবার দক্ষিণ কোরিয়ার জলসীমায় যৌথভাবে ভারী ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইন।  

দক্ষিণ কোরিয়ায় যৌথ বাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্রের জেনারেল ভিনসেন্ট ব্রুকস বলেন, আত্মরক্ষার যে বিষয়টি একটি দেশের পছন্দ, যুদ্ধবিরতি লঙ্ঘন আর যুদ্ধ সে অবস্থান থেকে হটিয়ে দেয়।  

তিনি বলেন, যৌথ বাহিনী যে সশস্ত্র মহড়া দেখিয়েছে, তারা চাইলেই জোট নেতাদের নির্দেশ পাওয়া মাত্র তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
জিওয়াই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ