ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অরুণাচল প্রদেশে ভূমিধসে ১৪ জনের প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
অরুণাচল প্রদেশে ভূমিধসে ১৪ জনের প্রাণহানির আশঙ্কা

ভারতের উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানির আশঙ্কার কথা জানানো হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

জানা যায়, প্রদেশের পাপুম পারা জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক ১৪ জনের প্রাণহানির খবর জানা গেছে।

ভূমিধসের ঘটনাটি বড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভূমিধসের এ ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরে প্রদেশটিতে টানা বর্ষণে নদনদীর পানি উপচে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক সড়ক বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ