ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জন্মদিনের পার্টিতে গিয়ে প্রাণ গেলো ১১ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জন্মদিনের পার্টিতে গিয়ে প্রাণ গেলো ১১ জনের ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে (সংগৃহীত ছবি)

মেক্সিকোর হিদালগো প্রদেশের তিজাউকা শহরে শিশুর জন্মদিনের পার্টিতে মুখোশধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে তিজাউকা শহরের আবাসিক এলাকায় এ হামলা হয়।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে তিন শিশুকে জীবিত অবস্থায় পেয়েছেন।

তবে এর আগে ১১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বাড়ির বাইরে তাঁবু টানিয়ে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন বাড়ির মালিক। সেখানে ছুরি নিয়ে হামলা করে মুখোশধারী। হামলাকারী নিজেকে মেক্সিকান পুলিশ সদস্য বলে পরিচয় দিয়েছিলেন।

সম্প্রতি মেক্সিকোতে সহিংসতার ঘটনা বেড়েছে। গত মে মাসে ২ হাজার ১শ’ ৮৬ জন মারা গেছে বলে এক জরিপে উঠে এসেছে।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ