ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে রিসোর্টে ছুরিকাঘাতে ৬ পর্যটক জখম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
মিশরে রিসোর্টে ছুরিকাঘাতে ৬ পর্যটক জখম হুরঘাদা মিশরের পর্যটকদের অন্যতম আকর্ষণের নগরী

মিশরের লোহিত সাগর তীরবর্তী একটি রিসোর্টে এক ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে ছয় পর্যটক আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) লোহিত সাগরের সৈকতবর্তী শহর হুরঘাদা শহরের ওই রিসোর্টে এই হামলা হয়। প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

হুরঘাদা শহরের প্রশাসনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, আহত পর্যটকদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, একটি সৈকত থেকে সাঁতার কাটে ওই আক্রমণকারী রিসোর্টটিতে ঢুকে পড়ে।

হুরঘাদা মিশরের পর্যটকদের অন্যতম আকর্ষণের নগরী। এখানে স্কুবা ডাইভিং (সাগরতলে ডাইভ) উপভোগ করতে বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা ছুটে আসেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলােই ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ