ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে দুই জার্মান পর্যটক হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
মিশরে দুই জার্মান পর্যটক হত্যা

ঢাকা: মিশরের জনপ্রিয় হুগদা শহরের লোহিত সাগরের উপকূলবর্তী একটি হোটেলে দুর্বৃত্তদের ছুরিঘাকাতে দুই জার্মান পর্যটক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। 

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম জানায়, হামলাকারী হোটেল জহাবিয়ায় চার পর্যটককে ছুরিকাঘাত করলে দুই নারী পর্যটকের মৃত্যু হয়।

এরপর তিনি সাঁতার কেটে পাশের আরেকটি বিচে গিয়ে সেখানে আরো দুইজনের ওপর হামলা করেন। এসময় পুলিশ তাকে আটক করে।

স্থানীয় এল পালিকো হোটেলের ম্যানেজার সৌদি নাগরিক আব্দুল আজিজ বলেন, পর্যটকরা সৈকতেই মারা যান।  

হোটেল জহাবিয়ার একজন কর্মকর্তা জানান, হামলাকারী হোটেলে এসে বিদেশিদের খুঁজছিলেন।  

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৭ 
এমএফআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ