ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি’র প্রার্থী বেঙ্কাইয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি’র প্রার্থী বেঙ্কাইয়া বেঙ্কাইয়া নাইডু

ঢাকা: ভারতের উপ-রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। 

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় দলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান বিজেপি সভাপতি অমিত শাহ।  

রাজ্যসভায় শাসক গোষ্ঠী সংখ্যালঘু হলেও রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষ মিলিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র শক্তি বিরোধী শিবিরের থেকে বেশ খানিকটা বেশি।

জয়ের জন্য প্রয়োজন ৩৮৮টি ভোট, সেখানে এনডিএ’র পক্ষে রয়েছে ৪১৩টি।  

রাষ্ট্রপতি পদে বিধায়কদের ভোটাধিকার রয়েছে আর উপ-রাষ্ট্রপতি পদে শুধু লোকসভা এবং রাজ্যসভার সংসদ সদস্যরাই ভোট দিতে পারেন। কাজেই বেঙ্কাইয়াকে জিতিয়ে আনা বিজেপি’র পক্ষে পক্ষে অসম্ভব নয় বলে মত রাজনীতি বিশ্লেষকদের।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএএম/এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ