ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বিরোধে প্রেস সেক্রেটারির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
ট্রাম্পের সঙ্গে বিরোধে প্রেস সেক্রেটারির পদত্যাগ পদত্যাগ করলেন শন স্পাইসার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন তার বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার।

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর পদে নিউইয়র্কের অর্থনীতিবিদ অ্যান্থনি স্কারামুচ্চিকে নিয়োগ দেওয়ায় দ্বিমত দেখিয়ে শুক্রবার (২১ জুলাই) পদত্যাগ করেন স্পাইসার।

মার্কিন সংবাদমাধ্যম জানায়, সকাল ১০টার দিকে স্কারামুচ্চিকে কমিউনিকেশন ডিরেক্টর পদে নিয়োগ দেন ট্রাম্প।

কিন্তু এই নিয়োগকে ‘বড় ভুল’ বলে প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন স্পাইসার। ট্রাম্প এ নিয়ে অনড় থাকায় নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন স্পাইসার।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের তদন্তে জড়িত এফবিআই প্রধানসহ বেশ ক’জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করে এমনিতেই বেকায়দায় ট্রাম্প। এরমধ্যে মতবিরোধের জেরে স্পাইসারের পদত্যাগ তাকে আরও বেশি প্রশ্নের সম্মুখীন করলো বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ