ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন হামলায় ১৬ পুলিশ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আফগানিস্তানে মার্কিন হামলায় ১৬ পুলিশ নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় ১৬ আফগান পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

শনিবার (২২ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা জানান।
 
হেলমান্দ পুলিশের মুখপাত্র সালমান বলেন, শুক্রবার নিরাপত্তা বাহিনী তালেবান অধ্যুষিত একটি গ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে মার্কিন এ হামলার শিকার হয়।

তিনি বলেন, ওই বিমান হামলায় দুই কমান্ডারসহ ১৬ আফগান পুলিশ নিহত ও আরও দুইজন আহত হন।
 
হেলমান্দ প্রাদেশিক গভর্নরের মুখপাত্রও ১৬ আফগান পুলিশ নিহতের খবর নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ