ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে দু’টি বহুতল ভবন ধস, আটকা পড়েছেন বহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
মুম্বাইয়ে দু’টি বহুতল ভবন ধস, আটকা পড়েছেন বহু ধসে পড়া ভবনের উদ্ধার কাজ চলছে- সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে দু’টি চারতলা ভবন ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকা পড়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এছাড়া ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল পৌনে ১১টায় (বাংলাদেশ সময় সোয়া ১১টা) শহরের দামোদর পার্কের লালবাহাদুর শাস্ত্রী মার্গ এলাকায় ভবন ধসের এ ঘটনা ঘটে।

অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্তত ৪০ জন বাসিন্দা ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন।  

এরইমধ্যে উদ্ধার কার্যক্রমে আটটি ফায়ার ইঞ্জিন, উদ্ধারকারী গাড়ি ও অ্যাম্বুলেন্স যোগ দিয়েছে।  

পুলিশ জোন ৭ এর ডেপুটি পুলিশ কমিশনার শচীন পাতিল জানিয়েছেন, পুলিশ, ফায়ার ব্রিগেড, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রাথমিক নিরাপত্তা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
জিওয়াই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ