ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ভারতের পশ্চিমাঞ্চলে বন্যায় ১৬ জনের মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এবার ভারতের পশ্চিমাঞ্চলে বন্যায় ১৬ জনের মৃত্যু  পানিবন্দি মানুষ

ভারতের পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রাজস্থান রাজ্যে বন্যায় ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি বলে মঙ্গলবার (২৫ জুলাই) রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সেখানকার বিভিন্ন গ্রামের প্রায় ২৪ হাজার মানুষ পানিবন্দি।

 এছাড়া শহর, প্রধান সড়ক সবখানে পানি জমে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

শতাধিক উদ্ধারকারী মোটর বোট নিয়ে ক্ষতিগ্রস্ত ৭৮৯ জনকে উদ্ধার করেছে।

গুজরাট রাজ্যের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা রানভিজয় শিং জানান, সেখানকার ছয়টি জেলায় বন্যা ছড়িয়ে পড়েছে।

ভারতের উত্তর পূর্বাঞ্চল আসামে বন্যায় গত মাসে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া আরও ১৪ জন মারা যান অরুনাচল প্রদেশে। টানা বর্ষণ ও ভূমিধসে এই প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ