ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ! শাহবাজ শরীফ

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নওয়াজ শরিফের পদত্যাগের পর তার ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় তার নাম জানা যায়। পাকিস্তানের বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে শাহবাজ শরিফকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া আগে থেকেই অন্য যেকারো চেয়ে তিনিই এগিয়ে ছিলেন।
শনিবার (২৯ জুলাই) পার্টির বৈঠক ডাকা হয়েছে, সেখানেই চূড়ান্ত হবে।

প্রথমে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হবে। যিনি অন্তত ৪৫ দিন দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী হলে শাহবাজ পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন, দায়িত্ব বুঝিয়ে দেবেন তার ছেলে হামজা শাহবাজ শরিফকে।

‘অযোগ্য’ ঘোষিত নওয়াজ শরিফের পদত্যাগ
প্রধানমন্ত্রী পদে ‘অযোগ্য’ নওয়াজ শরিফ
নওয়াজ শরিফের ভাগ্য নির্ধারক রায় দুপুরে

নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) একজন নেতা বলেছেন, খুবই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন শাহবাজ। এই সংকটের সময় তিনি তার ভাইয়ের পাশে রয়েছেন। পাশাপাশি যাদের খুব বেশি প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।  

তবে শাহবাজ অবশ্যই পাঞ্জাবকে নিরাপদ ও আয়ত্তে রাখার চেষ্টাও করবেন। কারণ কেন্দ্র সরকারের একটা বড় ঘাঁটি হলো এই প্রদেশ।

সবকিছুর পরও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, শাহবাজ শরিফকে কি নওয়াজের মতো বিশ্বাস করতে পারবেন তার দলের অন্য নেতারা? 

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭/আপডেট ২০০০ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ