ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্লেনে বোমা ফাটানো পরিকল্পনা ভণ্ডুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
অস্ট্রেলিয়ায় প্লেনে বোমা ফাটানো পরিকল্পনা ভণ্ডুল যৌথ অভিযান

বোমা মেরে প্লেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ভণ্ডুল করে দিলো অস্ট্রেলিয়া পুলিশ। অভিযান চালিয়ে এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে সিডনি থেকে আটক করা হয়েছে। সন্ত্রাসী হামলার এ পরিকল্পনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

রোববার (৩০ জুলাই) তদন্তকারী দল থেকে জানানো হয়েছে, গোপনসূত্রে জানা গেছে তাৎক্ষণিক হাতের কাছে পাওয়া যায় এমন যন্ত্র দিয়ে একটি প্লেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটি টের পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

টার্নবুল বলেন, এটা ছিল বড় রকমের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান। বর্তমানে গুরুত্বপূর্ণ ভবন ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ