ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। 

রোববার (৩০ জুলাই) সকালে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।  

পুলওয়ামার তাহাব এলাকায় সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে। সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ার পরই বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, নিহত দুইজনের নাম ইরফান শেখ ও আবিদ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ