ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞাকে ‘বাণিজ্যিক যুদ্ধ’ বলছেন মেদভেদেভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
মার্কিন নিষেধাজ্ঞাকে ‘বাণিজ্যিক যুদ্ধ’ বলছেন মেদভেদেভ দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে ‘সম্পূর্ণ বাণিজ্যিক যুদ্ধ’ ঘোষণার মতো বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলে অনুমোদন দিয়ে ডোনাল্ড ট্রাম্প অদক্ষতার পরিচয় দিয়েছেন।  

বিগত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মস্কোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মেদভেদেভ বলেন, এ বিলে সই করতে বাধ্য করে ট্রাম্পকে মার্কিন কংগ্রেস একরকম অপমান করেছে।

বুধবার (২ আগস্ট) প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এই বিলে সই করেন ট্রাম্প। বিলে সাক্ষরকালে এক বিবৃতি ট্রাম্প এই নিষেধাজ্ঞাকে ‘গভীরভাবে দ্বিধাপূর্ণ’ বলে মন্তব্য করেন। সর্বসম্মতভাবে এই বিল পাস করলেও কংগ্রেসকে সাংবিধানিক কর্তৃত্ব লঙ্ঘনে অভিযুক্ত করেন ট্রাম্প।

দেশটি ইরান এবং উত্তর কোরিয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান এ ব্যাপারে মুখ খুললেও উত্তর কোরিয়‍া এখনও কিছু বলেনি।

বিগত ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের সন্দেহ, ট্রাম্পের প্রচারণা শিবিরের যোগসাজশে প্রার্থী হিলারি ক্লিনটনের অনেক তথ্য বাগিয়ে নিয়েছে মস্কো, যেটা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।

কিন্তু মস্কো বরাবরই এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়ে আসছে। খোদ ট্রাম্পও রাশিয়ার পক্ষে দাঁড়িয়ে বরাবরই বলে আসছেন, তার প্রচারণা শিবির এ ধরনের কোনো তৎপরতায় জড়িত হয়নি কখনোই। এমনকি এই অভিযোগগুলোকে কেন্দ্র করেই ট্রাম্প প্রশাসনে এফবিআই প্রধানসহ অনেক পদে অপসারণের ঘটনা ঘটে।

**রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, অনিচ্ছায়ও অনুমোদন ট্রাম্পের

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ