ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রণব মুখার্জির হৃদয় ছুঁয়েছে মোদির চিঠি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
প্রণব মুখার্জির হৃদয় ছুঁয়েছে মোদির চিঠি  প্রণবের প্রতি ভালোবাসার কুর্নিশ মোদির

ব্যক্তিত্ব দিয়ে ভারতবাসীর হৃদয়ে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতির আসন গেড়েছেন প্রণব মুখার্জি। আর সময়মুখী সরকার চালিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তাকেও চ্যালেঞ্জ করেছে নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা। ২০১২ সালের জুলাইয়ে দায়িত্ব নিয়ে পাঁচবছর রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবন সামলে সম্প্রতি অবসরে গিয়েছেন প্রণব। আর ২০১৪ সালের মে থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন মোদি।

জনপ্রিয় এ দুই নেতাই পরস্পরকে শ্রদ্ধা-ভালোবাসার আসনে রেখেছেন। প্রণবের বিদায়ে মোদির আবেগমাখা চিঠি এবং সেই চিঠি প্রণবের টুইটারে ভালোবাসাময় ভাষায় প্রকাশে তাই প্রমাণ হয়েছে ফের।

প্রধানমন্ত্রীর এই চিঠি সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে এতোটাই ছুঁয়ে গেছে যে তিনি জনতার সঙ্গে ভাগাভাগি না করে থাকতে পারেননি।

চিঠিটি প্রকাশে প্রণব লিখেছেনও তাই, ‘রাষ্ট্রপতি হিসেবে আমার শেষ কার্যদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে পাওয়া একটি চিঠি আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করছি। ’

কী লিখেছেন মোদি সেই চিঠিতে?

প্রণবের টুইটের স্ক্রিনশটআবেগমাখা চিঠির সম্বোধনেই বিদায়ী রাষ্ট্রপতিকে ‘প্রণব দা’ বলে একাত্ম করে নিয়েছেন মোদি। প্রণবকে বসিয়েছেন বাবা ও পরামর্শকের আসনে। দেশের জন্য সারাজীবন, বিশেষ করে গত পাঁচ বছরে প্রণবের অবদানের জন্য তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোদি লেখেন, ‘আপনার সাধারণ জীবনযাপন, উচ্চমার্গীয় আদর্শ ও দৃষ্টান্তমূলক নেতৃত্বে আমরা অনুপ্রাণিত। তিন বছর আগে আমি একেবারে বহিরাগত হিসেবে দিল্লিতে এসেছিলাম। আমার কাজটা ছিল বিশাল আর খুবই চ্যালেঞ্জিং। এই সময়ে আপনি আমার বাবা ও পরামর্শকের ভূমিকা নিয়েছেন। আপনার জ্ঞান, পরিচালনা ও উষ্ণতা আমাকে দারুণ শক্তি ও আত্মবিশ্বাস জুগিয়েছে। ’

সব বিষয়ে বাঙালি রাষ্ট্রপতির কাছ থেকে পরামর্শ নিতে জানিয়ে মোদি লেখেন, ‘আপনার বুদ্ধিমত্তা সবসময় আমার সরকারকে সহযোগিতা করেছে। আমি আপনার উষ্ণতা, স্নেহ ও যত্ন পেয়েছি। সারাদিন বৈঠকের পর বা কোনো সফরের পর আপনি ফোন করে বলেছেন, আমি আশা করি আপনি আপনার শরীরের দিকে নজর দিচ্ছেন। ওই কথাগুলোই আমাকে তরতাজা করে দিত। ’

দু’জনের রাজনৈতিক বোঝাপড়া তৈরির ক্ষেত্রে প্রণবের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা অগ্রগামী ভূমিকা রেখেছে জানিয়ে মোদি বলেন, ‘আপনার রাজনৈতিক জীবন ও রাষ্ট্রপতি থাকাকালে আপনি সবসময় দেশের ভালো করার বিষয়টিকে সবার ওপরে রেখেছন...আপনার আভিজাত্য আমাদের আগামী দিনেও পথ দেখাবে। ’

বুধবার (২ আগস্ট) রাতে প্রণবের এই টুইট দেখে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে টুইট করেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি তাতে লেখেন, ‘প্রণব দা, আপনার সঙ্গে কাজ করতে পেরে স্নেহধন্য হই। ’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ