ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

 ‘অশ্লীল ছবি’ পাঠানোয় ফক্স নিউজ উপস্থাপক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
 ‘অশ্লীল ছবি’ পাঠানোয় ফক্স নিউজ উপস্থাপক বরখাস্ত অশালীন মেসেজ পাঠানোয় চাকরি খোয়ালেন বোলিং

তিন নারী সহকর্মীকে অশালীন ছবি পাঠানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টেলিভিশন নেটওয়ার্ক ফক্স নিউজের খ্যাতিমান উপস্থাপক এরিক বোলিংকে।

রোববার (৬ আগস্ট) নেটওয়ার্কটির এক মুখপাত্র এ কথা জানিয়ে বলেছেন, বোলিংয়ের বিরুদ্ধে অভিযোগের নিগূঢ় তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বেশ ক’বছর আগে পৃথকভাবে ওই সহকর্মীদের স্মার্টফোনে অশালীন ছবি ও বার্তা পাঠান ফক্স নিউজের দীর্ঘদিনের উপস্থাপক বোলিং।

তার আইনজীবী অভিযোগকে ‘অসত্য ও ভয়ঙ্করভাবে অন্যায্য’ বলে উল্লেখ করলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে ফক্স নিউজে এটি তৃতীয় হাই-প্রোফাইল হয়রানির ঘটনা।  

অন্তত ১৪টি সূত্রের বরাত দিয়ে হাফিংটন পোস্টের তরফ থেকে বলা হয়েছে, বোলিং ওই সহকর্মীদের স্মার্টফোনে অসামাজিক এবং অপ্রকাশযোগ্য ছবি পাঠান। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলেই তাকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ