ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের নয়া মিডিয়া প্রধান হোপ হিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ট্রাম্পের নয়া মিডিয়া প্রধান হোপ হিকস হোপ হিকস কয় দিন টিকবেন ট্রাম্পের মিডিয়া প্রধান পদে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের অন্তর্বর্তী মিডিয়া প্রধান বা যোগাযোগ বিষয়ক পরিচালক পদে নিয়োগ পেয়েছেন হোপ হিকস। তিনি ট্রাম্পের নির্বাচনকালীন প্রেস সচিব পদে দায়িত্ব পালনের পর হোয়াইট হাউসের কৌশলগত যোগাযোগ বিষয়ক পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

গত মাসে অ্যান্থনি স্কারামুচ্চি বরখাস্ত হওয়ার পর বুধবার (১৬ আগস্ট) এই পদে নিয়োগ দেওয়া হলো ২৮ বছর বয়সী হিকসকে। ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত দায়িত্ব পালন করার ‘বিরল’ কীর্তি গড়া হিকস নতুন এই পদে কতোদিন দায়িত্ব পালন করতে পারেন সেদিকেই নজর আমেরিকানদের।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ