ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার কারাগারে সহিংসতায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ভেনেজুয়েলার কারাগারে সহিংসতায় নিহত ৩৭ ভেনেজুয়েলার ম্যাপ

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের একটি কারাগারে একাধিক পক্ষের মধ্যে সংঘাতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ নিরাপত্তারক্ষীসহ আরও বেশ কিছু বন্দি।

স্থানীয় সময় বুধবার (১৬ আগস্ট) দেশটির অ্যামাজোনাস রাজ্যের রাজধানী পুয়ের্তো আয়াচুচোর ওই কারাগারে এই সংঘাত হয়। স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘাতের সময় কারাগারের ভেতরে ব্যাপক গুলিবিনিময়ের শব্দ পাওয়া। এই ঘটনাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করছেন রাজ্যের গভর্নর লিবোরিও গুয়ারুলা।

সংবাদমাধ্যম জানায়, কারাগারটিতে ১০৫ জন বন্দি ছিলেন। এই বন্দিদের বেশিরভাগই বিভিন্ন মাদক ও চোরাচালান চক্রের সদস্য।

দু’টি কারা পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, ভেনেজুয়েলার অন্য কারাগারগুলোর মতোই এই কারাগারে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ও সরঞ্জাম ছিল না। নিহতদের সবাই কারাবন্দিই ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ