ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
স্পেনে ৬০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

স্পেনের কোস্ট গার্ড মরক্কো থেকে আসা অন্তত ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

গত ২৪ ঘণ্টায় তাদের উদ্ধার করা হয় বলে বৃহস্পতিবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

১৫টি জাহাজ ও প্যাডেল নৌকায় করে তারা যাচ্ছিলেন।

এরমধ্যে ৩৫ জন শিশু রয়েছে।

জাতিসংঘ বলছে, অন্তত নয় হাজার অভিবাসী এই বছর স্পেনে ঢুকেছে। যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি।

এই পথে যেতে গিয়ে এর মধ্যে ১২০ জন অভিবাসনপ্রত্যাশী ডুবে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ