ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিশুদের ‘মানববোমা’ হিসেবে ব্যবহার করছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
শিশুদের ‘মানববোমা’ হিসেবে ব্যবহার করছে বোকো হারাম

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম আত্মঘাতী হামলায় ‘মানববোমা’ হিসেবে শিশুদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইউনিসেফ। 

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সংগঠনটি উত্তর-পূর্ব নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা চালানোর জন্য ৮৩টি শিশুকে ব্যবহার করেছে। যা গত বছরের তুলনায় চার গুন।


 
সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

ইউনিসেফ বলছে, বোকো হারাম চলতি বছর আত্মঘাতী বোমা হামলায় ৮৩টি শিশুকে ব্যবহার করেছে। যাদের মধ্যে ৫৫ জন মেয়ে, বয়স সর্বোচ্চ ১৫ বছর। আর ২৭ জন ছেলে ও ১টি কোলের বাচ্চাকে ব্যবহার করেছে।  

আত্মঘাতী হামলায় শিশুদের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, উত্তরপূর্ব নাইজেরিয়াতে ‘মানববোমা’ হিসেবে শিশুদের ব্যবহার বিশেষ করে মেয়ে শিশুদের নিষ্ঠুর ও ঘৃণিত কাজে ব্যবহার করায় সংস্থাটি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত।  

সংস্থাটি বলছে, ‘এভাবে শিশুদের ব্যবহার অত্যাচারের শামিল’।  

ইউনিসেফের শিশু সুরক্ষা সংস্থার প্রধান মিলেন কিডেন নাইজেরিয়ার রাজধানী আবুজাকে জানিয়েছেন, আমরা মনে করছি, এটিই হয়তো সেখানকার নারী ও শিশুদেরকে ভীত সন্ত্রস্ত্র করে রাখে।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এএম/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।