ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছেন বাংলাদেশে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছেন বাংলাদেশে

মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।

যাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছে জাতিসংঘ। পালিয়ে আসাদের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ আহত বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।


 
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর’র হাইকমিশনার ভিভান তান বলেন, গত ২৫ আগস্ট থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শুরু। এতে হামলার মুখে প্রায় ৭৩ হাজার মানুষ জীবন বাঁচাতে দেশ ছাড়েন। তারা গত ১০ দিনে বাংলাদেশে ঢোকেন।

এছাড়া অনুপ্রবেশের জন্য নো ম্যান্স ল্যান্ডে এখনও হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। সব মিলিয়ে তাদের সংখ্যা ৯০ হাজার পার করেছে বলে জানাচ্ছেন জাতিসংঘের সহায়তা কর্মীরা।

এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে দুই হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাদের ট্রলারে করে মায়ানমারে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।