ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অমুসলিমদের বিয়ে করতে পারবেন তিউনিসিয়ার নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
অমুসলিমদের বিয়ে করতে পারবেন তিউনিসিয়ার নারীরা ছবি: সংগৃহীত

ঢাকা: অমুসলিম পুরুষদের বিয়ে করার ব্যাপারে তিউনিসিয়ার নারীদের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে বাতিল করেছে দেশটির সরকার।

শুক্রবার (সেপ্টেম্বর ১৫) তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সেইদ এসেবসি এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

একই সঙ্গে জীবনসঙ্গী বেছে নেয়ার ব্যাপারে স্বাধীনতা পাওয়ায় দেশের নারীদের প্রতি অভিনন্দনও জানান তিনি।

১৯৭৩ সালে প্রণীত তিউনিসিয়ার পুরোনো বিবাহ আইন অনুযায়ী দেশটির মুসলিম নারীদের বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো অমুসলিম পুরুষদের।

আফ্রিকার ভূমধ্যসাগর সংলগ্ন দেশ তিউনিসিয়ার ৯৯ শতাংশ মানুষই মুসলমান হলেও দেশটির নারীরা প্রতিবেশী অন্যান্য আরব দেশগুলোর নারীদের থেকে বেশি ব্যক্তি স্বাধীনতা ভোগ করে।

তিউনিসিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণার মধ্য দিয়ে ১৯৭৩ সালে করা এ সংক্রান্ত আইনটি বাতিল হয়ে যাবে।

আইনটি যে বাতিল হচ্ছে সে ব্যাপারে গত মাসেই আভাস দিয়েছিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট।

গত মাসে জাতীয় নারী দিবসের প্রাক্কালে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, নারীদের তাদের জীবন সঙ্গী বেছে নেয়ার স্বাধীনতার পথে বাধা হিসেবে কাজ করছে বর্তমান বিবাহ আইন।

আইনটি বাতিলের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলো তিউনিসিয়ার নারী অধিকার কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।