ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুনাম ঠিক রাখতে ফ্লাইট বাতিল করবে রায়ান এয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
সুনাম ঠিক রাখতে ফ্লাইট বাতিল করবে রায়ান এয়ার

ঢাকা: এলোমেলো ফ্লাইট শিডিউলের কারণে ‘ফ্লাইট পাংকচুয়ালিটি’ বা সময়ানুবর্তিতা নেমে গিয়েছিলো ৮০ শতাংশের কমে। ফলে সুনামহানির শঙ্কার মুখে ছিলো আইরিশ এয়ারলাইন্স রায়ান এয়ার।

এ পরিস্থিতিতে প্রয়োজনে ফ্লাইট বাতিল করে হলেও নিজেদের ফ্লাইট পাংকচুয়ালিটির হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।

এজন্য আগামী ছয় সপ্তাহ জুড়ে প্রতিদিনই তাদের বাতিল করতে হবে গড়ে ৪০ থেকে ৫০টি ফ্লাইট।

ফ্লাইট বাতিলের এ হার এয়ারলাইন্সটির মোট ফ্লাইটের ২ থেকে ৩ শতাংশ।

এর ফলে ২ লাখ ৮৫ হাজার যাত্রী বিড়ম্বনার শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এয়ারলাইন্সের তরফে তাদের টিকিটের অর্থ ফিরিয়ে দেয়া হবে অথবা তাদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে দেয়া হবে বলে জানা গেছে।

রায়ান এয়ার ইউরোপের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স।

গত বছর রায়ান এয়ারে ভ্রমণ করেছে ১২ কোটি যাত্রী। বিমান সংস্থাটির লাভ ছিলো প্রায় ১১৬ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।