ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

জাপানের পূর্ব উপকূলে ফুকুশিমা দাউচি পাওয়ার প্ল্যান্ট থেকে মাত্র ২০০ মাইল দূরে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৭ মিনিটে এটি আঘাত হানে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর উৎপত্তিস্থল কমাশির ২৮১ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।  

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে ২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চল টোহুকুতে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল টোহুকু থেকে ১৩০ কিলোমিটার দূরে। এর ফলে ওই অঞ্চলে ১০ মিটার উচ্চতার সুনামিও আঘাত হানে। ভূমিকম্পে ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্ল্যান্ট গরম হয়ে  বিস্ফোরণ ঘটে। এতে বহুজনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।