ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো সমালোচিত বিপি’র সিইও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, জুন ২০, ২০১০

মেক্সিকো: মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণ বন্ধ করার কাজে ব্যস্ত না থেকে তাঁর ছেলের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নতুন করে সমালোচনার তোপের মুখে পড়লেন বিপি’র সিইও টনি হেওয়ার্ড।

 হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, হেওয়ার্ডের অনেক হঠকারিতা ও ভুলের তালিকায় এ ঘটনাও একটি।



আইল অফ উইগ্ এ তার এই ভ্রমণকে পরিবেশবাদী সংগঠনগুলি মেক্সিকো উপসাগরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন। অবশ্য বিপি হেওয়ার্ডের পক্ষ সমর্থন করে বলেছে, গত ২০ এপ্রিলের ভয়াবহ দুর্ঘটনার পর এটিই ছিল হেওয়ার্ডের প্রথম ছুটি।

হেওয়ার্ড দণি ইংল্যান্ড উপকূলে তাঁর ছেলেকে নিয়ে দিনটি ্ প্রমোদ ভ্রমণে কাটান। এসময় ফটো সাংবাদিকরা হেওয়ার্ডের ‘বব’ নামের দামি রেসিং বোটটি দেখতে পেয়ে তাঁর পিছু নেয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ৯:৫৮ঘন্টা,২০জুন,২০১০
এসআইএস/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।