ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ১৭ আইএস জঙ্গি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
লিবিয়ায় ১৭ আইএস জঙ্গি নিহত

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ১৭ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার দক্ষিণ-পূর্বের একটি মরুভূমিতে আইএস ঘাঁটিতে হামলা চালায় ছয়টি বিমান। এতে ১৭ জন নিহত হন।

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর দেশটিতে এটিই প্রথম যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী হামলা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিবৃতি দেওয়া হলেও এই হামলার ঘটনা শুক্রবারের (২২ সেপ্টেম্বর)।

দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার নিজ শহর সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়। গত বছর লিবিয়ার সরকারি বাহিনী আইএসের কাছ থেকে সির্তে পুনঃদখল করে। তবে শহরের বাইরে পরাজিত সন্ত্রাসীরা জড়ো হওয়ার চেষ্টা করছে বলে দাবি সরকারের। সেখানে আইএস ছাড়াও আল-কায়েদা জঙ্গিরাও তৎপর।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।