ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বসত ঘরে আগুনে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
চীনে বসত ঘরে আগুনে ১১ জনের মৃত্যু আগুন নিয়ন্ত্রণ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

চীনের পূর্বাঞ্চলীয় জিঝাং প্রদেশে দু’টি বসত ঘরে আগুনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১২ জন, যাদের দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ১৩ মিনিটে প্রদেশের উপশহর তাইহুতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ৫০ জন কর্মীর চেষ্টায় প্রায় দেড়ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ জানায়, আগ্নিকাণ্ডের শিকার বাড়ি দু’টিই সাড়ে চারতলার। পাশাপাশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এতেই এতো প্রাণহানি হয়েছে।  

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।  

যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০০৭ সালে তাইজুতে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।