ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ফুট ওভারব্রিজে পদদলিত হয়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
মুম্বাইয়ে ফুট ওভারব্রিজে পদদলিত হয়ে নিহত ২২ মুম্বাইয়ে ফুট ওভারব্রিজে পদদলিত হয়ে নিহত ২২

ভারতের মুম্বাইয়ে রেলস্টেশনের কাছে ফুট ওভারব্রিজে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃষ্টিতে সকালে ব্যস্ত সময়ে মুম্বাইয়ের লোয়ার পেরেল এবং ইলপিনস্টোন স্টেশনের কাছে ওই ফুটওভার ব্রিজে লোকজন মাথা গুঁজলে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে ২২ জন নিহত হয়েছেন।

ব্রিজটির মুখ সরু হওয়ায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পদলিতের ঘটনার পর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কমিউটার ট্রেনে চলাচলের জন্য স্টেশন দু’টি বেশ জনপ্রিয়।

পুলিশ কর্মকর্তা নিকেত কৌশিক জানান, ঘটনার সময় স্টেশনে চারটি ট্রেন অবস্থান করছিলো। তবে পদদলিতের ঘটনার পেছনে কি কারণ তা তদন্ত চলছে।

মুম্বাইয়ের এ এলাকা দু’টিতে অনেক অফিস রয়েছে। সকালে স্টেশন দু’টিতে যাত্রীদের বেশ ভিড় থাকে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।