ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে কাঠের দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সৌদিতে কাঠের দোকানে অগ্নিকাণ্ডে নিহত ১০  বেশ কিছু সময় তৎপরতার পর আগুন নিয়ন্ত্রণে আসে

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও তিনজন।

শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বদর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। রোববার (১৫ অক্টোবর) এ খবর দিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর।

অধিদফতরের পক্ষ থেকে বলা হয়, বদর জেলার ওই কাঠের দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের কর্মীরা। বেশ কিছু সময় তৎপরতার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হতাহতদের পরিচয় মেলেনি। অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।