ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেলো তিনজনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেলো তিনজনের ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটে (ছবি সংগৃহীত)

ভারতের উত্তরপ্রদেশে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটলো। এই রাজ্যে গত কয়েক মাসে বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।

গোয়ার ভাস্কো দা গামা থেকে পাটনাগামী ট্রেন লাইনচ্যুত হয় মানিকপুর স্টেশনের কাছে। সময়টা ভোর ৪টা ১৮ মিনিট; মোট ১৩টি কোচ লাইন থেকে সরে যায়।  

এলাহাবাদ জোনের এডিজি এসএন সাওয়াত সংবাদমাধ্যমে জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। সম্পর্কে তারা বাবা-ছেলে। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চলতি বছরের আগস্টে রাজ্যের মুজাফফরনগরের খুয়াতলি রেলস্টেশনের কাছে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে। কমপক্ষে ২৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও প্রায় ৪০০ যাত্রী।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।