ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মালিতে শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, নভেম্বর ২৫, ২০১৭
মালিতে শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে পৃথক দুটি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন।

এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) সকালে নাইজার সীমান্তের কাছে মেনাকা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় তিন শান্তিরক্ষী ও মালির এক সেনা নিহত হন।

এ সময় ১৫ শান্তিরক্ষী ও একজন বেসামরিক ব্যক্তি আহত হন।

দেশটির মোপতি এলাকায় আরেক হামলায় এক শান্তিরক্ষী ও তিন বেসামরিক ব্যক্তি আহত হন।

তবে নিহত সেনারা কোন দেশের তা জানানো হয়নি।

মালিতে শান্তিরক্ষা মিশন কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে তাদের ১৪৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘের সাম্প্রতিক সময়ে যেকোনো দেশে পরিচালিত মিশনের তুলনায় এই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।