ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফুঁসে ওঠছে ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
ফুঁসে ওঠছে ফিলিস্তিন বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর মর্যাদা দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আসছে এমন খবরে ফুঁসে উঠছে ফিলিস্তিন। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন দেশটির মানুষ।  

বুধবার (০৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।  

খবরে বলা হয়, সোমবার তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার একটি ঘোষণা আসতে পারে এমন সম্ভাবনার খবর শোনা যায়।

এরই প্রেক্ষিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেশটির নেতাদের পক্ষ থেকে।

এরই গাজার রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে নেমেছেন কয়েক হাজার ফিলিস্তিনি। স্বেচ্ছায় রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন তারা।

বিবৃতিতে ফিলিস্তিনি নেতারা বলেন, জেরুজালেম রক্ষায় তাদের আন্দোলন চলবে।  

এদিকে জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের মুখে ঐক্যবদ্ধভাবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের সব দল।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।