ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত জাতিসংঘের শান্তিরক্ষী (ছবি: সংগৃহীত)

ঢাকা: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ১৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে দেশটির পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে এ হামলার ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস এ হামলাকে সাম্প্রতিক সময় জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ঘটে যাওয়া হামলার মধ্যে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী বলে বর্ননা করেছেন ।

এসময় তিনি এ ধরনের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে, নিহত শান্তিরক্ষীদের জন্য গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।