ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, ডিসেম্বর ৯, ২০১৭
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৩

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নারী, শিশুসহ অন্তত ২৩ বেসামরিকের মৃত্যু হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয় বলে প্রশাসনের পক্ষ থেকে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

শাদা প্রদেশের স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা আবদেল ইলাহ বলেছেন, প্রদেশের উত্তর অংশে শুক্রবার হামলা হয়েছে।

তবে সেটি ছিল পৃথক পৃথকভাবে।  

২০১৪ সালের জানুয়ারিতে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। তখন প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে গৃহবন্দি করা হয়। ফেব্রুয়ারিতে সানা থেকে পালিয়ে যান হাদি। মার্চ মাস থেকে হাদি সরকারপন্থি ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জুলাই থেকে সৌদি জোট সরকারের পক্ষ হয়ে বিভিন্নস্থানে বিমান হামলা শুরু করে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্পের তথ্য বলছে, প্রায় চার ব্ছরের যুদ্ধে ইয়েমেনের ২২ প্রদেশের প্রায় অর্ধেকেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।