ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি পিনেরার জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
চিলির প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি পিনেরার জয় জয়ের পর উচ্ছ্বসিত সেবাস্তিয়ান পিনেরা (ডানে)

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এর মাধ্যমে ২০১০-২০১৪ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কনজারভেটিভ ধনকুবের দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলেন।

৫৪ শতাংশের বেশি ভোটের মাধ্যমে জয় পেয়ে চার বছর পর ফের ক্ষমতায় আসার পিনেরাকে অভিনন্দন জানিয়েছেন বামপন্থি আলেজান্দ্রো গুয়িল্লার। একইসঙ্গে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।

নির্বাচনে প্রায় এক কোটি ৪০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যোগ্য ছিলেন। এবারই প্রথম বিদেশে অবস্থানকারী চিলির নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

এদিকে নির্বাচনে জয়ের পর ‘ঐক্যের’ ডাক দিয়েছেন ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পিনেরা। তিনি বলেছেন, ‘বিরোধিতা ভুলে চিলির আরো ঐক্যের প্রয়োজন। অতীতের কিছু বিষয় আমাদের পথ আলাদা করলেও, ভবিষ্যতের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে’।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।