ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে শীর্ষ জঙ্গি নেতা নূর মোহাম্মদ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
কাশ্মীরে শীর্ষ জঙ্গি নেতা নূর মোহাম্মদ নিহত নূর মোহাম্মদ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতা নূর মোহাম্মদকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, ভারতীয় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এদিকে সরকারি কর্মকর্তারা বলছেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে শ্রীনগরের সাম্বুরা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। তাদের কাছে তথ্য ছিলো নূর মোহাম্মদ এখানেই আত্মগোপন করে আছেন।

অভিযানের এক পর্যায়ে তারা মোহাম্মদের আস্তানায় তল্লাশি চালাতে গেলে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়।

জবাবে যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে নূর মোহাম্মদ নিহত হন। ভারতীয় গণমাধ্যম দাবি করছে, নূর মোহাম্মদসহ এই অভিযানে জৈশ-ই-মোহাম্মদের তিন জঙ্গি নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। ২০০৩ সালে দিল্লি বোমা হামলার মূল অভিযুক্ত তিনি। এই ঘটনায় তাকে ওই বছরই গ্রেফতার করা হয়। এরপর ২০১১ সালে ওই মামলার দেওয়া রায়ে তাকেসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে বারবারই তিনি প্যারোলে মুক্তি পেয়ে কারাগারের বাইরে এসেছেন।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এইচএল/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।