ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সংবাদ সংস্থার অফিসে আত্মঘাতী হামলায় নিহত ৪০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কাবুলে সংবাদ সংস্থার অফিসে আত্মঘাতী হামলায় নিহত ৪০ আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তা জোরদার, (ছবি: সংগৃহীত)

আফগানিস্তানের কাবুলে একসঙ্গে কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত আছেন বহু মানুষ।

একটি সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক কেন্দ্রে এই হামলা হয়েছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)।

সংবাদমাধ্যমটির নাম ‘আফগান ভয়েস নিউজ এজেন্সি’।

তার পাশেই ছিল সাংস্কৃতিক কেন্দ্রটি। সেখানে অনেকে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে তাদের সংখ্যাই বেশি।  ​সেখানে তারা সকালে একটি আলোচনা-সভায় অংশ নিয়েছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, ৪০ জন মারা গেছেন। এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে ৩০ জনকে।

ওই এজেন্সির একজন সাংবাদিক সৈয়দ আব্বাস হুসেইনি জানান, একাধিক বিস্ফোরণের শব্দ তারা পেয়েছেন। কাজের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন রিপোর্টার নিহত এবং একজন অাহত হয়েছেন।

হামলার স্থানটি রাজধানী থেকে পশ্চিম দিকে। এটি শিয়া অধ্যুষিত এলাকা। এখনও পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি। জঙ্গিগোষ্ঠী তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে তাৎক্ষণিক পোস্ট দিয়ে জানিয়েছেন তারা এর সঙ্গে জড়িত নন। কিন্তু এ ধরনের হামলা ইতোপূর্বে তালেবান ও আইএস চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭/আপডেট ১৪১৬ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।