ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তীব্র তাপদাহে পুড়ছে সিডনি, বাতিল টেনিস ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
তীব্র তাপদাহে পুড়ছে সিডনি, বাতিল টেনিস ম্যাচ অ্যাশেজ সিরিজের টেস্ট ম্যাচ চলাকালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে দর্শকরা। ছবি: সংগৃহীত।

ঢাকা: স্মরণকালে অন্যতম বড় তুষার ঝড়ে যখন কাবু যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল; অস্ট্রেলিয়ার শহর সিডনিতে তখন রেকর্ড উষ্ণতা পুড়িয়ে দিচ্ছে।

রোববার (৭ জানুয়ারি) অপেরা হাউসের শহরটিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ৭৯ বছরের মধ্যে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

তাপমাত্রার পাশাপাশি অত্যধিক আর্দ্রতার কারণে ঘেমে একাকার হচ্ছেন সিডনির অধিবাসীরা।

 

এদিকে, অতি শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে ওই অঞ্চলে। শহরের বিভিন্ন স্থানে দমকলকর্মীদের সতর্কতাবস্থানে থাকতে বলা হয়েছে।

তীব্র গরমের কারণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের টেস্ট ম্যাচ চলাকালে বেগতিক অবস্থা হয় ব্রিটিশ ব্যাটসম্যানদের।  

স্থানীয় সময় সকাল ১০টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ম্যাচ বাতিল করা হয়। ফ্রেঞ্চ টেনিস খেলোয়াড় ক্রিস্টিনা ম্লাডেনোভিচ্‌ ম্যাচের মাঝপথেই খেলা থামিয়ে দেন।  

বিশ্ব র‌্যাংকিংয়ে ১১ নম্বরে অবস্থানকারী ম্লাডেনোভিচ্‌ টুইটার বার্তায় লেখেন, ‘মাঝপথে খেলা থামিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ক্যারিয়ারে এই প্রথমবার ম্যাচের মাঝপথে আমাকে খেলা থামিয়ে দিতে হলো। ’

সাংবাদিক জেমি পানদারাম আরেকটি টুইটার বার্তায় বলেন, ‘টেনিস কোর্টের তিনজন ফটোগ্রাফারের ক্যামেরা অকেজো হয়ে গেছে। কমপক্ষে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এমনটা ঘটে। অথচ সকালের তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি। ’

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই স্থল ও সমুদ্রের আবহাওয়ায় চরম উষ্ণতা বিরাজ করছে। এ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

সিডনিতে শেষবার এরকম তীব্র গরম পড়েছিল ১৯৩৯ সালে। সেবার তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।