ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে বারে আগুন লেগে ৫ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
বেঙ্গালুরুতে বারে আগুন লেগে ৫ জনের মৃত্যু আগুনে পুড়ে গেছে 'কৈলাস বার'

বেঙ্গালুরুর একটি বারে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনই বারের কর্মচারী ছিলেন এবং যখন আগুন লাগে তখন তারা ঘুমিয়ে ছিলেন।

রোববার (৭ জানুয়ারি) দিনগত রাত ২টা ৩০ মিনিটে কে আর মার্কেটের কৈলাস বারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

আগুন লাগার কারণ জানা যায়নি। নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা স্বামী (২৩), প্রসাদ (২০), মঞ্জুনাথ (৪৫), কির্তী (২৪), মহেশ (৩৫)।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।