ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্টেডিয়ামে খেলা উপভোগ করলেন সৌদি নারীরা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
স্টেডিয়ামে খেলা উপভোগ করলেন সৌদি নারীরা  স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন সৌদি আরবের নারীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রথমবারের মতো স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাচ্ছেন সৌদি আরবের নারীরা। স্থানীয় দু’টি দলের ফুটবল খেলা উপভোগের মধ্য দিয়ে শুক্রবার (১২ জানুয়ারি) স্টেডিয়ামে প্রবেশের যুগে প্রবেশ করছেন তারা। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে। খবরে বলা হয়, শুক্রবার জেদ্দার রেড সি শহরের স্টেডিয়ামে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

 

সম্প্রতি বিভিন্ন পেশায় প্রবেশের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। যা আজ থকে বেশ কয়েকবছর আগে  ‘গোড়া’ সৌদি সমাজে কল্পনা করাও ছিল দুরূহ।  
 
তবে চলতি বছরে নারীদের অধিকতর অধিকার নিশ্চিতকল্পে এটিই প্রথম পদক্ষেপ বা প্রথম সামাজিক সংস্কার।  

সংবাদমাধ্যম জানায়, স্টেডিয়ামগুলোতে নারীদের জন্য আলাদা বিশ্রামাগার, প্রবেশপথ ও পার্কিং সুবিধা রাখা হয়েছে। পুরুষদের ভিড় এড়াতে নারীদের জন্য রয়েছে পৃথক ‘ফ্যামিলি সেকশন’।  

শনিবার (১৩ জানুয়ারি) দেশটির রাজধানী রিয়াদে জাতীয় স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার সুযোগও পাচ্ছেন নারীরা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এমএসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।