ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় স্টক মার্কেটের ছাদ ধস, হতাহতের আশঙ্কা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ইন্দোনেশিয়ায় স্টক মার্কেটের ছাদ ধস, হতাহতের আশঙ্কা ছাদ ধসের ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেন লোকজন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্টক এক্সচেঞ্জের ভেতরে ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে ‘হতাহতের আশঙ্কা’ জানিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে ধসের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্টক এক্সচেঞ্জটির অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন সাধারণ লোকজন।

টুইটারে ভবনের ভেতরে মানুষজনকে ফ্লোরের মধ্যে পড়ে থাকার খবর জানিয়েছেন অনেকে। ভেতরে অনেকে আটকা পড়ার খবরও শোনা যাচ্ছে।  তবে প্রাথমিক কেউ নিহতের কোনো তথ্য জানান নি।

এ বিষয়ে প্রাথমিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।